মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কচাকাটায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে -




মোঃ নুরনবী সরকার,নাগেশ্বরী প্রতিনিধি :





আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কচাকাটায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি নিয়ে চলমান আন্দোলনে অংশ নেয়া শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে হামলাকারী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা(উপজেলা)য় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেসরকারি শিক্ষক/কর্মচারীদের যৌক্তিক দাবি,ন্যায্য অধিকার বাস্তবায়নসহ শিক্ষকদের উপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান কবীর, কচাকাটার প্রাণকেন্দ্র কচাকাটা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সহ কয়েক শ’শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষক শিক্ষার্থীদের মুখে একটাই স্লোগান,
আমার সোনার বাংলায়
বৈষম্যের ঠাই নাই।