মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

তানোরে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




আকতারুজ্জামান,তানোর(রাজশাহী)প্রতিনিধি:





রাজশাহীর তানোরে ডাচ্ বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পড়ন্ত বিকেলে তানোর পৌরসভার গোল্লাপাড়ায় তানোর ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর মাস্টার এজেন্ট ‘ অদিতি টেলিকম এন্ড কম্পিউটারস্’ আয়োজনে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক। তানোর-গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানোর-গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. জানে আলম, রাজশাহী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর সিনিয়র সেলস ম্যানেজার সৈকত খন্দকার ও সিনিয়র সেলস ম্যানেজার পাপ্পু সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, তানোর ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং মাস্টার এজেন্ট ও ‘অদিতি টেলিকম এন্ড কম্পিউটারস্’ এর প্রোপাইটার অধ্যক্ষ অসিম কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তানোর ‘স্বপ্নচারী’ গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু। অনুষ্ঠানে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রযুক্তির বিভিন্ন ব্যবহার, সচেতনমূলক লেনদেন ও ফ্রি ডুয়েল কারেন্সি কার্ড দেয়াসহ প্রান্তিক মানুষের জনবান্ধব ব্যাংকিং সেবার দিকগুলো তুলে ধরা হয়।