মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ধামইরহাটে পিকনিকের বাসে প্রাণ গেল ফটোস্ট্যাট ব্যবসায়ীর

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:





নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসে প্রাণ গেল ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেনের। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী হানিফ (ঢাকা মেট্রো-ব
১৪-৫৫৯২) পরিবহনের পিকনিকের বাসে মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয়। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

ইতিপূর্বে ও বিহারিনগরের এই বাকটিতে একাধিক বার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অনেকের, এলাকাবাসি এই মোড়ে একটি গতি রোধক দাবি করেছেন।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়। কামাল হোসেনের জন্মস্থান নওগার আত্রাই উপজেলায়। তিনি ছোটকাল থেকেই ধামইরহাটে ব্যবসা করতেন। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।