বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ার ঈদগাহপাড়া ইয়াং ইউনিটি ফুটবল লিগের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





নেশা নয় খেলা করি’ সুন্দর এই দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শহরের ঈদগাহপাড়া ইয়াং ইউনিটির আয়োজনে ফুটবল লিগের ফাইনাল খেলাটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত ফুটবল লিগের রশিদুজ্জামান অন্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, শহর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, সৃজন প্রোপার্টিজের চেয়ারম্যান ইকবাল হোসেন খোকন, যুব সমাজের সমাজ সেবক আনোয়ার হোসেন, শাহ আলম লিটন, তারিকুল ইসলাম তারেক, মেহেদী হাসান রানা, আল আমিন, রাহিব হোসেন, সাগর হোসেন, মিরপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন মামুন অর রশিদ। উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলায় আজমল একাদশ ও সিজান একাদশ অংশ গ্রহণ করে। টানটান উত্তেজনায় দু দলেরই তিন গোল হওয়ায় টাইপেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারন করা হয়। টাইপেকারে আজমল একাদশকে হারিয়ে সিজান একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দরা প্রতিটি খেলোয়াড়দের পুরুস্কার, ভালো খেলোয়াড় ও গোলরক্ষকের হাতে পুরুস্কার তুলে দেন। এদিকে খেলা চলাকালীন রেফারির সুন্দর সিদ্ধান্তকে সাদুবাদ জানিয়ে তাকেও পুরুস্কার দেন আয়োজকরা।
এসময় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, সুন্দর এই দেশ গড়তে যুব সমাজের বিকল্প নেই। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। দেশের সকল অর্জনে যুবসমাজের গৌরবোজ্জল ভুমিকা রয়েছে। আগামী দিনে এই যুব সমাজের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করেন তিনি। দেশের সেবায় কাজ করার মানসিকতা তৈরী করার আহব্বান জানান। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তিনি সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ।