বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

পোড়াদহ কাঠ গোলাপ ফুল ঘরে চুরি, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি:





কুষ্টিয়ার পোড়াদহ মোড় অবস্থিত কাঠ গোলাপ ফুল ঘরের চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ২ জন অপরিচিত ব্যক্তি দোকানটির ক্যাশবক্স থেকে ৬৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানটির দায়িত্বে থাকা গোলাম সরোয়ার জানান, পোড়াদহ মোড় অবস্থিত কাঠ গোলাপ ফুল ঘরে তিনি ফুলের পাশাপাশি বিকাশের এজেন্ট ব্যবসা করেন। বিকাশের লেনদেনের ৬৩ হাজার টাকা তিনি ক্যাশবক্সে রেখেছিলেন। সকাল ৯ টার দিকে দোকান খুলে পাশ্ববর্তী টিউবওয়েল থেকে পানি আনতে যান। পানি নিয়ে দোকানে ঢুকে দেখেন তার ক্যাশবক্স খোলা, সেখানে কোনো টাকা নেই। এটা দেখে হতভম্ব হয়ে যান তিনি। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করেন তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৯ টার আগে থেকেই কাঠ গোলাপ ফুল ঘরের পাশে ঘোরাঘুরি করছিল ২ জন অপরিচিত ব্যক্তি। একজন এদিক-ওদিক ছোটাছুটি করছিল এবং দোকানের দিকে নজর রাখছিল আর অন্যজন এক বৃদ্ধ সেজে চা খাচ্ছিল। পরে দোকানদার পানি আনতে গেলে ২ জনের একজন তাকে খেয়াল করছিল আর অন্যজন তার দোকানের ক্যাশবক্স খুলে টাকা নিয়ে যায়। পরে দুইজন আলাদা আলাদা দিকে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করেন দোকানটির দায়িত্বে থাকা গোলাম সরোয়ার। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। দ্রুত টাকা উদ্ধারসহ চোরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া, চোর ২ জনের সন্ধান অথবা তাদের কেউ আটক করে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন দোকানটির মালিকপক্ষ।