মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবীতে কুষ্টিয়ায় মশাল মিছিল

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী পন্থী কুষ্টিয়া জেলার সদর উপজেলা কমিটি বাতিলের দাবীতে এবং সকল অপকর্মের বিরুদ্ধে মশাল মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরের এনএস রোড মিউনিসিপ্যাল পৌর বাজারের সামনে থেকে পদবঞ্চিত শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬বছরে যাঁরা আওয়ামী-ছাত্রলীগের দালালি করেছে তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে বলে জানানো হয়। বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পাওয়ার পর থেকেই কুষ্টিয়ায় টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন সংগঠনের আহবায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সহ এই কমিটির বেশকিছু নেতাকর্মী। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহবায়ক হাসিবুর রহমানকে আন্দোলনের সময় কখনো তাকে দেখা যায়নি তবুও বিশেষ ক্ষমতায় তাকে আহবায়ক করা হয়েছে। এছাড়াও মোস্তাফিজুর রহমান এই জেলার বাসিন্দা না হয়েও তাকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাই এই আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবীও জানান মশাল মিছিলে অংশ নেওয়া পদবঞ্চিত এক অংশ শিক্ষার্থীরা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আনভি বলেন,‘আমরা আন্দোলন-সংগ্রামে যাঁরা ছিলাম, তাঁদের কমিটিতে রাখা হয়নি। আপনারা আন্দোলনের ফুটেজ দেখেন। আমরা এই কমিটি মানি না। এই কমিটি বাতিল করতে হবে।

আন্দোলনে দেখা গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আয়াশ, নাবিল, রাব্বি, পারভেজ, আনভি আলিফ, আনাস, সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার আহবায়ক হাসিবুর রহমান বলেন, ছাত্রলীগের পদ থেকে অনেকেই পদত্যাগ করে আমাদের সাথে আন্দোলন করেছিল। যারাই আন্দোলনে আমাদের সঙ্গে ছিল তাদেরই এই কমিটিতে রাখা হয়েছে। এতে কারো ব্যক্তিগত সমস্যা থাকলে এটি আমাদের দেখার বিষয় না।