সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে ২কেজি গাঁজা-সহ মাদক কারবারী মোঃ জনিকে (৪০), গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর সোয়া ৬ টায় বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেফতার মোঃ জনি (৪০), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মোঃ বাচ্চু শেখের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
এও ব্যপারে গ্রেফতার মাদক কারবারী বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে।