মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় আবরার ফাহাদ গ্রন্থাগার উদ্বোধন ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের কাটাইখানা মোড়স্থ সমবায় মার্কেটের দোতলায় শহীদ আবরার ফাহাদের ম্মৃতিতে তারই নামে গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান। নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সুলতান মারুফ তালহা ও রাসেল পারভেজ সহ দুটি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।