মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ইফতার মাহফিলে কুষ্টিয়ায় এক টেবিলে জামায়াত-বিএনপির শীর্ষ নেতারা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ






দীর্ঘদিন পর আবারও একই মঞ্চে বসেছেন বিএনপি-জামায়াতে ইসলামী কুষ্টিয়ার শীর্ষ নেতারা।
শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের দিশা টাওয়ারে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দেখা গিয়েছে এই ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে বিএনপির শীর্ষ নেতা সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জাতীয় পার্টি (কাজী জাফর) এর সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি ও সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুর রহমান সহ রাজনৈতিক নেতাকর্মী ও সুধিজনেরা।

এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, দলমত নির্বিশেষে আজ আমরা এখানে সকলে একত্রিত হতে পেরেছি। তেমনিভাবে আগামী দিনে আল্লাহ যতদিন হায়াত দান করেন ততদিনে একসাথে এক হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারি। তিনি উল্লেখ্য করে বলেন, বিগত ১৬বছর আমরা দলমত নির্বিশেষে এক হয়ে চলতে পারি নাই। আজ যেটা হয়েছে সবই গনঅভ্যুত্থানের জন্য সম্ভব হয়েছে। এ দেশ থেকে গত ৫আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন না হলে কোন ভাবে আমরা দলমত একত্রিত হতে পারতাম না। সেদিনের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সফলতা না পেলে আমরা সকলে জেলে থাকতাম। ওই দিনের সফলতাকে স্বাগতম জানান তিনি।

কুতুব উদ্দিন আহমেদ আরো বলেন, দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক সেটা আমরা চাই না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এদেশের মানুষ ভোটকে একটা আমেজ বা উৎসব মনে করে। বিগত ১৬বছর আওয়ামী ফ্যাসিসট সরকারের পাতানো নির্বাচনের জন্য জনগন ভোট দেওয়া ভূলে গেছে। আগামী নির্বাচনে জনগন শতস্ফুর্তভাবে ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করবে।