মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন টুটুলের ঘোড়া

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদ:





ধানী জমি সমতল করতে ঘোড়ার ব্যবহারের নতুন চমক। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল।এই অঞ্চলে ধান, পাট, আখ,সরিষা, হলুদ, পাট এবং পিয়াজ এর চাষ হয়ে থাকে এ ক্ষেত্রে ফসল ঘরে তোলার কাজে ঘোড়ার গাড়ি ব্যবহৃত হয়ে থাকে ও ধান রোপণের আগ মুহূর্তে জমি মই দিয়ে সমতল করার কাজে ব্যবহার করা হচ্ছে ঘোড়া।

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন বিত্তিপাড়া গ্রামে এক অভিনব কৃষি পদ্ধতির দেখা মিলেছে মোঃ টুটুল শেখের ছেলে মোঃ বাবলু শেখ (৩৫) গত সাত বছর ধরে ঘোড়া দিয়ে ধানী জমি মই দিয়ে সমতল করে আসছে বিঘা প্রতি মাত্র ২০০ টাকা খরচ হওয়ায়, কৃষকদের কাছে এটি একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ দেওয়ার পর সমতল করতে ও জমিতে পানি স্থানীয় করে রাখার জন্য ঘোড়া ব্যবহার করা হয়।মহিষের তুলনায় ঘোড়া দিয়ে জমি মই দিলে খরচ অনেক কম হয়।গরীব কৃষকদের জন্য এই পদ্ধতি খুব ভালো মনে করেন ও এই অভিনব পদ্ধতি শুধু স্থানীয় কৃষকদের জন্যই শুধু নয়, বরং কৃষিক্ষেত্রেও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পদ্ধতিটি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় কৃষক রুহুল আমিন বলেন, “ঘোড়া দিয়ে মই দেওয়ার পদ্ধতিটি আমরা আগে কখনো দেখিনি। টুটুল ভাইয়ের এই উদ্যোগে আমরা বেশ উপকৃত হচ্ছি।এই পদ্ধতি আমাদের জন্য খুবই লাভজনক।কারণ মহিষ দিয়ে মই দিতে গেলে টাকা বেশি চায়।ঘোড়া দিয়ে দ্রুত জমি চাষ করা যায়।

কুষ্টিয়া জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুর জামান বলেন, “কৃষকের সুবিধার জন্য যে যা দিয়ে খুশি মই দিতে পারে। তবে ঘোড়া দিয়ে মই দেওয়ার বিষয়টি আমার কাছে ও নতুন।এটি একটি ভালো উদ্যোগ, যা কৃষকদের খরচ কমাতে সাহায্য করবে ও অন্যন্যা প্রক্রিয়ার চেয়ে ঘোড়া দিয়ে দ্রুত ও ভালো জমি সমতল করা যায়। কৃষক টুটুলের এই উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা ভবিষ্যতে আরও অনেক কৃষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।