মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভবিষ্যতে যেন একসাথে দেশের হয়ে কাজ করতে পারি: জাহাঙ্গীর হাফিজ লালু

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি:





পবিত্র মাহে রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাসের জন্য নবী করিম (সাঃ) অপেক্ষায় থাকতেন কারণ এই পবিত্র মাহে রমজান মাসে প্রতিটি মুসলমান তার জীবনের গোনাহ মাপের সুযোগ পেয়ে থাকেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার (০৭ মার্চ) দিশা টাওয়ারে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জাতীয় পার্টি (কাজী জাফর) এর সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বক্তব্য দেন। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে আজ আমরা এখানে সকলে একত্রিত হতে পেরেছি। তেমনিভাবে আগামী দিনে আল্লাহ যতদিন হায়াত দান করেন ততদিনে একসাথে এক হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারি। জাহাঙ্গীর হাফিজ লালু উল্লেখ্য করে বলেন, বিগত ১৬বছর আমরা দলমত নির্বিশেষে এক হয়ে চলতে পারি নাই। আজ যেটা হয়েছে সবই গনঅভ্যুত্থানের জন্য সম্ভব হয়েছে। এ দেশ থেকে গত ৫আগস্ট স্বৈ’রাচার আওয়ামী লীগ সরকারের পতন না হলে কোন ভাবে আমরা দলমত একত্রিত হতে পারতাম না। সেদিনের বৈ’ষম্যবিরোধী ছাত্র জনতার আ’ন্দোলনে সফলতা না পেলে আমরা সকলে জে’লে থাকতাম। ওই দিনের সফলতাকে স্বাগতম জানান তিনি।
এদিকে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুর রহমান, কুষ্টিয়া জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি ও সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী সহ রাজনৈতিক নেতাকর্মী ও সুধিজনেরা।