মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারায় শরিফ মোল্লার ওপর নৃশংস হামলার ঘটনায় গ্রেফতার-৩

প্রকাশিত হয়েছে -




ভেড়ামারা প্রতিনিধিঃ





কুষ্টিয়ার ভেড়ামারায় শরীফ মোল্লার ওপর নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িত এজাহার নামীয় ৩ প্রধান আসামীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহীরের মোড়ে আওয়ামী লীগ নেতা মিন্টু ও সাহাজুল মোল্লার নেতৃত্বে এক দল সন্ত্রাসী শরীফ মোল্লার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটায়। হামলায় মারাত্মক জখম প্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন গুরুত্বর আহত শরীফ মোল্লা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবার। এই ঘটনায় শরিফ মোল্লার ছোট ভাই শাহাবুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় মিন্টু মোল্লা ও সাহাজুল মোল্লাসহ ৮ জনকে আসামি করে গতকাল শুক্রবার বিকেলে একটি এজাহার দায়ের করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলামের নির্দেশে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা শহরে অভিযান চালিয়ে প্রধান ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত সামির উদ্দিনের পুত্র মামলার ১নং এজাহার নামীয় আসামি মিন্টু মোল্লা ও ২ নং আসামী শাহাজুল মোল্লা। এছাড়াও গ্রেফতারকৃত অপর ৭ নং এজাহার নামীয় আসামি একই এলাকার মো:আকমল মোল্লার পুত্র মো: মহন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বলেন, ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার শরীফ মোল্লার ওপর হামলার ঘটনায় তার ভাই সাহাবুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।