মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রাজশাহীতে ধ’র্ষ’ণে’র প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:





দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ মার্চ) বিকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়।

নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হওয়ার স্লোগানে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগানে মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

তাদের দাবি, এ ধরণের ন্যাক্কারজনক কাজের জন্য ধর্ষকের সুনির্দিষ্ট বিচার এবং অতি দ্রুত ফাঁসি কার্যকর উচিত, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধে জড়িত না হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, ইকবাল হোসেন, মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, শহীদুর রহমান, শিবির আহমেদ, সমসের আলী, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, রুবিনা খাতুন প্রমুখ।