তিতাস আহম্মেদ :
মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শিশুটি ধর্ষণের ঘটনায় কুষ্টিয়ার হরিনারায়ণপুরে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ ৯মার্চ ২০২৫ ইংতারিখ দুপুর ২ টার দিকে এলাকার ছাত্রজনতার আয়োজনে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।
বিক্ষোভ মিছিলটি হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারে পদক্ষিণ করে সদরঘাট নামক স্থানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই বিক্ষোভ মিছিলটা সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সদরঘাট নামক স্থানে গিয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে আব্দুর রহমান সাগর ( আহ্বায়ক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতি) বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা আমাদের সমাজকে কলঙ্কিত করেছে। আমরা আর কোনো শিশু বা নারীর ওপর এমন সহিংসতা দেখতে চাই না।আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই আমরা একটি নিরাপদ সমাজ গড়তে পারব।
এছাড়া মুরসালিন মাহির বলেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, আমাদের সমাজে নারীর নিরাপত্তা কতটা হুমকির মুখে। আমরা চাই, সরকার এবং প্রশাসন দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও প্রতিবাদ জানিয়েছে। তারা মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে ধর্ষণ বিরোধী আন্দোলনকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।