মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বালু খেকো মাহাবুল গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দোসর বালু খাদক মাহাবুল ইসলাম গ্রেফতার হয়েছে।

সোমবার (১০মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরে জেলা পুলিশের এক বিশেষ টিম গত ৫আগষ্ট ঘটনার হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে গ্রেফতারকৃত আসামি মাহাবুল পৌরসভার সাবেক কাউন্সিলর বালু খাদক মহিদুলের ভাই। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৬বছর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফ ও তার ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার ক্ষমতায় বালু ঘাট ছিলো কাউন্সিলর মহিদুল ও মাহাবুলের নিয়ন্ত্রণে। তবে গত বছরের ০৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতা আতার নির্দেশে আন্দোলনকারীদের প্রতিহত করতে নানা ষড়যন্ত্র করেছিলেন। তবে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর আত্মগোপনে চলে যান বালু খাদক এই দুই ভাই। প্রসঙ্গত, বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্য আঘাত করে, রক্তাক্ত ও গুরুতর রক্তাক্ত জখম করা সহ ভীতি প্রদর্শনের অপরাধে এক শিরোনামে ১৫/৩৭৪ এজাহার ভুক্ত ১২নং আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় গত বছরের ৫আগষ্ট ঘটনার আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নেতৃত্বে আসামি মাহাবুলকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত ৫আগষ্ট ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।