মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
দেশব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, লাগাতার ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখা।
সোমবার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিসের সামনে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এনএসরোড দিয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করেন।
এ সময় দলটির নেতাকর্মীরা নানা ধর্ষণ বিরোধী স্লোগান দেন।
‘ধর্ষকের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগানে প্রকম্পিত হয় এনএসরোড।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের কুষ্টিয়া শাখার আহবায়ক আব্দুল খালেক বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে ধর্ষণের মতো জঘন্য অপরাধ। দ্রুত এই অবস্থার উন্নতি নাহলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে খালেক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা কথার ফুলঝুরি ছুটালেও তা কোনো কাজে আসছে না।
মশাল মিছিলে দলের সদস্য সচিব তৌকির আহমেদ ছাড়াও শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা গন অধিকার পরিষদের, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ,যুব অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জিলহজ আহমেদ খান,সাধারণ সম্পাদক মিনহাজুল হক পাপ্পু,শ্রমিক অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন মালিথা,গন অধিকার পরিষদের কুষ্টিয়া
পৌর শাখার সভাপতি এম এ সাহেদ ভিপি রঞ্জু,মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার সহ নেতা ও কর্মীরা।