মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

পবায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:





পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেই লক্ষ্যে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিভিন্ন দুর্যোগে করনীয় শীর্ষক মহরা উপস্থাপন করে দেখান।এর আগে, দিবসটি উপলক্ষে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মুকবুল  হোসেন, উপজেলায় খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পবা ফায়ার সার্ভিস ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।