সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:
এনজিওর আড়ালে ভেজাল খাদ্য তৈরী ও বাজারজাত করার অভিযোগে রাজশাহীর বাগমারায় নন্দনপুর (চিকাবাড়ী) বাজারে বিহেড এনজিও ও শাফি টেড্রার্সে অভিযান চালিয়েছে রাজশাহীর বিএসটিএর একটি ভ্রাম্যমান দল। অভিযানের সময় সেখানে বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পেয়ে বিহেড এনজিওর দুইলক্ষ ও শাফি টেড্রার্সের পঁচিশ হাজার টাকা জরিমানা করেন বিএসটিএর ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে রাজশাহীর বিএসটিএর একটি দল বাগমারায় আসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে তাদেরকে সহযোগীতার জন্য সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেনকে ম্যাজিষ্ট্রেটের দায়ীত্ব দিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন জানান, উপজেলা সববায় অফিস থেকে অনুমতি নিয়ে অবৈধ ভাবে ক্ষুদ্র ঋণ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রমজানকে সামনে রেখে মানুষকে ঠকানোর জন্য ক্ষুদ্র ঋণের পাশাপাশি নকল মোড়ক তৈরী করে ভেজাল খাদ্য বাজারজাত করতে শুরু করেছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বিএসটিএর একটি দল বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতা নিয়ে উপজেলার নন্দনপুর (চিকাবাড়ী) বাজারের বিহেড এনজিওতে অভিযান চালাই। অভিযানে নকল মোড়ক পেচানো তৈল, চাল, আটাসহ বিবিন্ন পণ্য অবৈধ ভাবে তৈরীর প্রমান পান। ওই সময় বিএসটিএর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন দুই লক্ষ টাকা জরিমানা করেন। সেই সাথে বিভিন্ন পণ্যের নকল মোড়ক গুলো আগুনে পুড়িয়া ফেলা হয় এবং মালামাল গুলো খোলা কাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়।
অপর দিকে একই স্থানে শাফি টেড্রার্সে অভিযান চালিয়ে নকল মোড়ক উদ্ধার ও ভেজাল তৈল তৈরীর সামগ্রী উদ্ধার ও আগুনে পুড়িয়ে ফেলা হয়। সেই সাথে শাফি টেড্রার্সকে পঁচিশ হাজার টাকার জরিমানা করা হয়।
যোগাযোগ করা হলে বিএসটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন বলেন, বিএসটিএর অনুমোদন ছাড়াই নিজেদের ইচ্ছেমত বিএসটিএর মোড়ক তৈরীর মাধ্যমে চাল, আটা, তৈলসহ বিভিন্ন পন্য বাজারজাত করার সত্যতা পাওয়া যায়। সত্যতা পাওয়ার কারনেই বিহেড এনজিওর দুইলক্ষ ও শাফি ট্রেডার্সের পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে উদ্ধরকৃত মোড়ক পুড়িয়ে ফেলা হয়েছে। মালামাল গুলো খোলা বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।