মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

হরিনারায়পুরে শিশু যৌন হয়রানির প্রতিবাদে ছাত্রজনতার অগ্নিসংযোগ 

প্রকাশিত হয়েছে -




হরিনারায়পুরে শিশু যৌন হয়রানির প্রতিবাদে ছাত্রজনতার অগ্নিসংযোগ

তিতাস আহম্মেদ

কুষ্টিয়ায় ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পেক্ষিতে আজ শনিবার দুপুরে অভিযুক্ত ব‌্যক্তির একটা ছোট্র টিনেন দোকান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় ছাত্র জনতা।

অভিযুক্ত ব্যক্তি সাগজত (৫০)। তিনি সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মুদিদোকান চালান।বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার দুপুরে তাঁর মেয়ে সাগজতের দোকানে যায়। তখন তিনি বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের মধ্যে নিয়ে যৌন নিপীড়ন করেন। মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি জানালে মা-দাদি,প্রতিবেশী কয়েকজন নারী সাগজতের দোকানে গিয়ে ঘটে যাওয়া বিষটা জানতে চাই। তখন অভিযুক্ত ব্যক্তি ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে ভুক্তভোগীর মা স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানালে তিনি তাঁদের থানা ও হাসপাতালে যেতে বলেন। কিন্তু খরচের কথা ভেবে তাঁরা আর সেখানে যাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগজতের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল। তখন ভুক্তভোগী মেয়েটি ১৪ বছরের হওয়ায় তাঁর দরিদ্র পরিবার চোক্ষ লজ্জার ভয়ে বিষয়টি চাপা রাখে। বিগত দিনের ঘটনার মত এবারে ও একটি পক্ষ ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। শোনা যাচ্ছে, তারা দেড় লাখ টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতা করার চেষ্টা করছে। এর মধ্যে ৫০ হাজার ভুক্তভোগী শিশুর পরিবার ও বাকি টাকা সমঝোতাকারীরা পাবেন। বিষয়টি জানাজানি হলে এর প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে স্থানীয় ছাত্র-জনতারা এসে সাগজতের ছোট্রে টিনের দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

এ বিষয় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন স্থানীয় ছাত্রজনতা সাগ‌জত নামের ওই ব‌্যক্তির ছোট্র একটা টিনের দোকানে ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে ‌দি‌য়ে‌ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। ভুক্তভোগী পরিবারটি এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। পরিবারটির সঙ্গে কথা হয়েছে। এ ব‌্যাপা‌রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।