নিজস্ব প্রতিনিধি ॥
কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হলো মেলা “কুষ্টিয়া ঈদ বাজার”। রোববার (১৬ মার্চ) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেটের সভাপতি ও এন এস রোড় দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, এন এস রোড় দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মকছুদুল হক কল্লল, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ-জামান, দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজু, আলোকিত বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এ. এইচ. এম. আরিফ, দৈনিক সুত্রপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী আহীন আহমেদ জুয়েল গ্লোবাল টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আ ফ ম নুরুল কাদের, দিনের শেষে পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ। মেলায় ৪০টি স্টল বসছে জানিয়ে বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, আমাদের মেলাটা ঈদ উপলক্ষ্যেই আয়োজন করা হয়েছে। প্রথম রোজা থেকেই মেলাটা হওয়ার কথা ছিল। পরে স্থানীয় ব্যবসায়ীদের কথা চিন্তাভাবনা করে আলাপ আলোচনার মাধ্যমে ১৫ রোজা থেকে মেলা শুরু করছি। মেলা চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। তিনি বলেন, মেলায় গুণগতমানের পণ্য বিক্রি করা হবে। এবং প্রতিটি স্টল মালিকই মেলা উপলক্ষে বিশেষ ছাড় রাখবেন। মেলায় বিশেষ নিরাপত্তা নেওয়া হচ্ছে জানিয়ে ফজলুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সিকিউরিটি গার্ড থাকবে মেলার নিরাপত্তায়। এ ছাড়া পুরো মেলার মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। তামজিদ টেক্সটাইলের সত্ত্বাধিকারি মো. টিটুল বলেন, মেলায় স্টল নিতে পেরে বেশ আনন্দিত। আশা করছি ব্যবসাও ভালো হবে। শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত মেলায় উপচে পড়বে ক্রেতাদের ভিড়, তেমনটাই আশা করছেন ব্যবসায়ীরা।