সমাচার নিউজ ডেস্ক।।
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মিছিল করে সংগঠন দুটির নেতাকর্মীরা। পরে সমাবেশের মধ্যে দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়। জানা গিয়েছে, জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের উপর গত ১৬মার্চ রাসেল পারভেজ, বিপুল, আলমাস, আয়াস, সুজন সহ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক হাসিবুর রহমান এর সভাপতিত্বে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এস এম সুইট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মাসুম সহ অনেকে বক্তব্য রাখেন।
এদিকে বক্তারা বলেন, আমরা বুলেটের সামনে রক্ত দিয়েছি। আন্দোলনে নাম ধারী, আন্দোলনে অংশ গ্রহণকারী কতিপয় সন্ত্রাসী তারা ছাত্রলীগকে পুনর্বাসন করে’ তাদেরকে ব্যবহার করে, কিশোর গ্যাংকে ব্যবহার করে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। তারা শহীদ আবরার ফাহাদের স্মৃতি গ্রন্থাগারের উপর হামলা চালিয়েছে। এই বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতি করা যাবে না। এই দেশটাকে গড়ার যে দায়িত্ব আমরা নিয়েছি, যদি দুর্নীতি ছাড়তে না পারেন, যদি পদের প্রতি লোভ ছাড়তে না পারেন, যদি আতিপত্যবাদকে ছাড়তে না পারেন, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গনঅভ্যুত্থান কেন্দ্রীক বাংলাদেশ গড়ার জন্য এই ব্যানারে আপনাদের জায়গা হবে না।
বক্তারা উল্লেখ্য করে আরো বলেন, আপনারা যারা কিশোর গ্যাং ও ছাত্রলীগকে পুনর্বাসন করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দের উপর হামলা করেছেন তারা জালিম হবেন না। যারা হামলা করেছেন তারা ফ্যাসিবাদী হয়েন না। এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। গত ৫আগস্টে আওয়ামী ফ্যাসিবাদকে তাড়াতে বুলেটের সামনে রক্ত দিয়েছি, আপনারা সন্ত্রাসী কর্মকান্ড তৈরী করলে প্রয়োজনে আপনাদেরকে তাড়াতে আবারো রক্ত দিবো। এই বাংলাদেশ নতুন রুপে জন্ম নিয়েছে, এদেশে আর কোন সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম হবে না।