মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

জীবননগরে চোরাকারবারীকে মলত্যাগ করিয়ে মলের সঙ্গে ৬টি স্বর্নের বার উদ্ধার

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





চুয়াডাঙ্গার জীবননগরে এক চোরাকারবারীকে কয়েক দফা মলত্যাগ করানোর পর মলের সঙ্গে স্বর্ণের ৬টি বার উদ্ধার হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯ টায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,সোমবার সন্ধ্যায় সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির টহল দল জীবননগর থানা মোড় থেকে গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে রাজ রকি(৩২) নামের এক যুবককে আটকের পর জীবননগর বিওপি ক্যাম্পে নিয়ে আসা হয়।এসময় তাকে স্বর্ণের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।রাজ রকি প্রথমে কিছু স্বীকার না করলেও তার আচারণ অসঙ্গতিপূর্ণ মনে হলে পরবর্তীতে তাকে ওষুধের মাধ্যমে কয়েক দফা মলত্যাগ করানো হয়। এক পর্যায়ে মলদ্বার থেকে দুটি কসটেপ প্যাচানো পোটলা বের হয়ে আসে। উক্ত পোটলা দুটি খোলা হলে ৭২৮.৯৬ ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার হয়। বিজিবি জানায়,উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৭ লক্ষ ৪৮ হাজার ৬৮০ টাকা।এ ঘটনায় আটক আসামির
বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।