মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনার তিতুদহে মটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা,না নিতে পেরে পিটিয়ে জখম করে পালিয়েছে অজ্ঞাত ছিনতাই কারীর দল।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দর্শনা থানার কালোপোল গ্রামের মোঃ ওহিদ আলীর ছেলে মোঃ রবিন আলী (৩৮) তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় গড়াইটুপি – তিতুদহের মাঝামাঝি মাঠের মাঝখানে পৌছালে ৪/৫ জন অজ্ঞাতনামা রবিনের মটরসাইকেলের গতিরোধ করে। এসময় তার মটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার এক পর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করার এক পর্যায়ে তার আত্নচিৎকারে আশপাশের লোক ছুটে আসলে অজ্ঞাতনামা ছিনতাই কারীর দল পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।