মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় ৭২০ পিস ইয়াবা টেবলেট সহ রফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। (২০ মার্চ) বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় কচাকাটার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট নামক গ্রামে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ।অভিযানে ৭২০ পিস ইয়াবা টেবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রফিকুল ঐ গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযোন অব্যাহত থাকবে।সকলের সহযোগিতায় মাদকমুক্ত কচাকাটা বিনির্মাণে কচাকাটা থানা পুলিশ সর্বদা সজাগ ও প্রতিজ্ঞাবদ্ধ।