নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া নাগরিক পার্টির সদস্য সুলতান মাহমুদ তালহা, শহর যুবদলের আহবায়ক ও গনঅভ্যুত্থানের যোদ্ধা মোস্তাফিজুর রহমান সুমন, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও গনঅভ্যুত্থানের যোদ্ধা লিটনউজ্জামান। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার যুগ্ম আহবায়ক মাসুম। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার মূখ্য সংগঠক সায়েদ শ্রেষ্ঠ সহ শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা আনতে আমাদের অনেক ভাই-বোনদের রক্ত দিতে হয়েছে। শুধু শিক্ষার্থীরাই আন্দোলন করেন নি। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণেই ২০২৪ এর এই বিপ্লব সম্ভব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সম্মিলিত বিপ্লব। নতুন বাংলাদেশে স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আগামী দিনে এই দেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ।