মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে বিত্তিপাড়ায় ইফতার ও মাহফিল 

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদ:





বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে কুষ্টিয়া ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের উদ্যোগে বিত্তিপাড়া কুঠি বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আতিয়ার রহমানের সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন, হায়দার আলী মাষ্টারের আমির উজানগ্রাম ইউনিয়ন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা।
উপস্থিথ ছিলেন,মোঃ রফিকুল ইসলাম (আমির) ইবি থানা। মোঃ আক্কাস আলী, সাধারণ সম্পাদক ইবি থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন,মোঃ রিপন আলী শিক্ষা ও সাহিত্য সম্পাদক কুষ্টিয়া জেলা, অধ্যাপক মাওলানা হুসাইন আহম্মদ,ইউনিট সভাপতি বিত্তিপাড়া বাজার।

সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, রমজান মাস আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাসে আমাদের উচিত গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা।” তিনি আরও বলেন, “আমাদের উচিত সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।”

রফিকুল ইসলাম বলেন, আমাদের উচিত সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।” তারা আরও বলেন, “আমাদের উচিত যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা।”

হাইদার আলি মাস্টার বলেন, ইফতার মাহফিল একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয় এবং একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। ইফতার মাহফিল সমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে।।
ইফতারের পর, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।