বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া র‍্যাব ও পাবনা র‍্যাবের যৌথ অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ একজন গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :





র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং সিপিসি-২ পাবনা ক্যাম্পের  যৌথ অভিযানে ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ রাজু আহমেদ বাবু (৪৮) নামের একজন গ্রেফতার।

সোমবার ( ১৯ মে ২০২৫) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় পাবনা জেলার আমিনপুর থানাধীন চক আব্দুস শুকুর এলাকায় অভিযান পরিচালনা আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামী রাজু আহমেদ পাবনা জেলার আমিনপুর থানাধীন কাজি শরীফপুর এলাকার মৃত মকছেদ শেখের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, র‍্যাব-১২, সিরাজগঞ্জের

অধিনায়কের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং সিপিসি-২ পাবনা র‍্যাবের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন চক আব্দুস শুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু আহমেদ বাবুকে গ্রেফতার করে এবং তার বাড়ীর আঙ্গীনার মাটি খুঁড়ে একটি  ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।

পরবর্তীতে র‍্যাব গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আমিনপুর থানায় প্রেরণ করেছে।