তিতাস আহম্মেদ:
৭ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ২০২০ সালে এই ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হলেও, অজ্ঞাত কারণে আজও তা আলোর মুখ দেখেনি। ফলে, জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ও সরু পথ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।ঘটনাটি ঘটছে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামের কুমার নদের উপর নির্মাণাধীন স্টিল ব্রিজটি এলাকাবাসীর জন্য দীর্ঘ পাঁচ বছর ধরে দুর্ভোগের কারণ হলেও ব্রীজ নির্মাণের কাজ শেষ হচ্ছে না।
আজ১৯ই’মে ২০২৫ খ্রীঃ দুপুর সাড়ে বারোটার দিকে খাজানগর থেকে চাউল বোঝাই অটো ভ্যান ঝাউদিয়ামুখী যাওয়ার পথে উজানগ্রাম কুমার নদের স্টীল ব্রীজে উঠতে গিয়ে ব্রীজের আশপাশের সকল অংশ নিচ হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায, চালক বোঝাই কৃত গাড়ির নিচে চাপা পড়ে,শরীর বিভিন্ন অংশ ফেটে যায় ও প্রচুর রক্ত ক্ষরণ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৮ই মে’ ধান বোঝায় একটি ভ্যান উল্টে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়।আবার আজওনিয়ন্ত্রণ হারিয়ে অটো ভ্যানটি নির্মাণাধীন ব্রিজের নিচে পড়ে যায়।এসময় চালক বোঝাই ভ্যানের নিচে চাপা পড়ার ১০ মিনিট পর চালকে বের করতে সক্ষম হয়।
এতে গুরুতর আহত হন চালক। রডের আঘাতে তার মাথা ও নাকসহ শরীরের বিভিন্ন অংশ ফেটে যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চলাচলরত পথচারীরা জানান,দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ অসমাপ্ত থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই তাদের এই ভাঙা ব্রিজ পারাপার করতে হয়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও বয়স্ক মানুষের জন্য এই পথ আরও বিপজ্জনক।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের অভিযোগ, জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসনের কোনো হেলদোল নেই। দিনের পর দিন এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ নির্বিকার।
উজানগ্রামের এই অসমাপ্ত স্টিল ব্রিজ এখন স্থানীয়দের কাছে ‘মরণফাঁদ’ নামে পরিচিতি লাভ করেছে। কবে নাগাদ এই দুর্ভোগের শেষ হবে, তা এখন এলাকাবাসীর কাছে এক বড় প্রশ্ন। দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।