মিশন আলী :
কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারীকে প্রকাশ্যে ইভটিজিং করার দায়ে মোঃ বোরহান উদ্দিন (২০) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ মে ২০২৫) এ রায় প্রদান করেন মোঃ আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডপ্রাপ্ত বোরহান উদ্দিন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব সাতবাড়ীয়া গ্রামের নাম মোঃ আবতাব উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগে জানা যায়, ওই যুবক একজন নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীর স্পর্শ করেন, যা দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার স্পষ্ট লঙ্ঘন।
আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং সাথে বিশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও পনেরো দিন অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
স্থানীয় প্রশাসন জানায়, নারীর প্রতি এমন আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।