মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ই’বি কর্মকর্তার বাড়িতে ডাকাতি 

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদ:





গতরাত রাত তিনটার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন পিয়ারপুর গ্রামের মৃত মকছেদ মন্ডল ছেলে আনোয়ার হোসেনেবাড়িতে, তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়,এই বাড়িতে কয়েক বছরের মধ্যে একাধিক বার ডাকাতির ঘটনা ঘটেছে,২টি মটর সাইকেল ডাকাতি হয়, বাড়ির ছাদের চিলেকোঠা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন ডাকাত দল, পরবর্তীতে ডাকাতদের কাছ থেকে একটি হাসুয়া ছিনিয়ে নেন বাড়ির মালিক আনোয়ার হোসেন,এবং হাসুয়া কেড়ে নেয়ার সময় আনোয়ার হোসেনের বুকে বিদেশি অস্ত্র ঠেকিয়ে ধরেন ডাকাত দল ।

পারিবারিক সূত্রে জানা যায় নগদ ১ লক্ষ টাকা, ৩ ভরি সোনার গহনা,ও ৭ ভরি রুপার গহনা ডাকাত দল নিয়ে যাই। চরমভাবে পরিবারের নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগছেন।

এ বিষয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন ঘটনা স্থল পরিদর্শন করেছি,তবে এ বিষয় লিখিত অভিযোগ দেন নি ভুক্তভোগীরা। গতকাল রাতে এক যোগে তিন থানা এলাকায় এমন ঘটনা ঘটেছে,এদের একটা চক্র এমন ঘটনা ঘটাচ্ছ,আমি তিন থানার ওসি সাথে কথা বলেছি, এবিষয় আমরা তৎপর আছি আমাদের হটল বৃদ্ধি করেছি।পরবর্তী এমন ঘটনা প্রতিরোধের জন্য আমরা সর্বদা প্রস্তুুত আছি।