1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত





নিজস্ব প্রতিবেদক :





দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার আয়োজনে, জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুষ্টিয়ার সহযোগিতায় গতকাল কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রত্যয়ে ১৭৮তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী প্রধান অতিথি এবং দুদকের কমিশনার (তদন্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ ও মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া। বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল ইসলাম রওশনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের ঝিনাইদহ জেলার উপপরিচালক তরুণ কান্তি ঘোষ।

 

অনুষ্ঠানে সাব-রেজিস্ট্রি অফিস, কুষ্টিয়া পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয়, পাসপোর্ট অফিস, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বিএডিসি অফিস, বিআরটিএ অফিস, এলজিইডি, ভোক্তা অধিকার, নির্বাচন অফিস, সমাজসেবা কার্যালয়, পল্লী বিদ্যুৎ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাণী সম্পদ অধিদপ্তর, পুলিশ সুপার কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা একাউন্টস অফিস, বাংলাদেশ রেলওয়ে, ভূমি অফিস, কুষ্টিয়া সরকারি কলেজের  বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন  অভিযোগের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে কুষ্টিয়া জেলার প্রায় সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ অভিযোগের বিষয়ে তাদের জবাব দেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, যা সুনীতি নয়, তাই দুর্নীতি। বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ আগামী বছর কুষ্টিয়া জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার আহবান জানান।

 

এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল, উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল,

সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, দুপ্রক জেলা কমিটির সদস্যবৃন্দ সরকার রফিকুল ইসলাম শাহিন, মোঃ আবু আকরাম, কাজী এমদাদুল বাশার রিপন, মোঃ ওবাইদুর রহমান, শেখ জায়েদুল হক মতিন, নীলিমা আক্তার, পারভীন আক্তার মিলি, মোঃ শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!