বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় পৌর ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি
কুষ্টিয়া পৌর শাখার ৬নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি সেলিম রেজা ও ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানিক হোসেন নেনু। তথ্য সূত্রে জানা যায়, গত ১৬ মে সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের গড়াই মহিলা কলেজে ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সময় সম্মেলনে উপস্থিত অতিথিদের আলোচনা শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে মনোনয়ন সংগ্রহকারীদের কাছে মনোনয়ন আহব্বান করা হলে সভাপতি পদে সেলিম রেজা একক প্রার্থী ছিলেন এবং সাধারণ সম্পাদক পদে মানিক হোসেন নেনু ও আমজাদ হোসেন দিপু দুই জন প্রার্থী থাকায় কাউন্সিলিং ভোটের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সে সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী অভিযোগ তোলেন ভোটার তালিকায় আওয়ামী লীগের দোসরদের নাম বাদ দিয়ে যাচাই-বাছাই করে পুনরায় তালিকা প্রস্তুত করতে হবে। এসময় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক কমিটি স্থগিত রাখা হয়। এদিকে গত ২৫ মে কুষ্টিয়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের নারী, শিশু আদালতের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল মজিদ বেসরকারি ভাবে উক্ত পদের ফলাফল ঘোষণা করেন। ভোটের ফলাফলে জানা যায়, ৯০ জন ভোটারের মধ্যে ৮৫ ভোট পোল হয় এবং দুটি ভোট বাতিল বলে গন্য হয়। এতে মানিক হোসেন নেনু ৫০ ভোটে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমজাদ হোসেন দিপু ৩৩ ভোট পেয়ে পরাজিত হোন। উক্ত কমিটি ঘোষণার পর জেলা বিএনপি ও পৌর বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী নবাগত সভাপতি সেলিম রেজা ও সাধারন সম্পাদক মানিক হোসেন নেনুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নির্বাচন কমিশনার ও জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শওকত হাসান বুলবুল, সদস্য সচিব একে বিশ্বাস বাবু, যুগ্ম আহবায়ক আবু তালেব ও সদস্য আব্দুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।