বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ কুষ্টিয়া থেকে আটক

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





দেশের শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ০২টি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিসহ সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদ কেউ গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালিপুর শংকরপুর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেশ কিছুদিন আগে মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি তিনতলা বিশিষ্ট ছাত্রাবাসের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছাত্রাবাসের ওই কক্ষ থেকেই সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়।

সুব্রত বাইনের বিরুদ্ধে ৩০ টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সে ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী।

আটকের পর তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি।