মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে -





মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া:





কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা সহ শাহারিয়ার জীবন (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ৩ টার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পাঁচ রাস্তার মোড় এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামী শাহারিয়ার জীবন কুষ্টিয়া ইবি থানাধীন সোনাইডাঙ্গা এলাকার নূর আলী মন্ডলের ছেলে।

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অফিসিয়াল ইমেইল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, বিপুল পরিমান মাদক সহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে এমন একটি সংবাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে। এমন গোপন সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল পাঁচ রাস্তার মোড় এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী শাহারিয়ার জীবনকে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা সহ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৮৮ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। এসময় তার কাছ থেকে , ০২টি গুড়া দুধের কৌটা ও ০৫টি আচারের প্যাকেট উদ্ধার করে র‍্যাব।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।