1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
মহেশখালীতে মুখপোড়া হনুমান পাচারের সময় আটক ৪ জন - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

মহেশখালীতে মুখপোড়া হনুমান পাচারের সময় আটক ৪ জন





এইচ.এম আকতার মিয়া, মহেশখালী,কক্সবাজার।।





কক্সবাজারের মহেশখালী উপজেলায় চারটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান পাচারের সময় চারজন পাচারকারীকে আটক করেছে কেরনতলী বির্ট কর্মকর্তা ও মুদির ছাড়ার সঙ্গীয়ফোর্স সহ সহকারী বন সংরক্ষণ সাজমিনুল ইসলামের মহোদয়ের একটি টিম । ঘটনাটি, ঘটেছে ৭ই জুন শনিবার মুদিরছড়ার পাহাড়ি বনের পাশের এলাকায় অভিযান চালিয়ে এসব হনুমান ও পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো:ফিরোজ আলম ধৃত পিতা: মো: হোসাইন মো: আব্দুল্লাহ ধৃত পিতা: হোসেন মো: হাবিবুল্লাহ ধৃত পিতা: ইমাম হোসেন মো: রবিউল হাসান ধৃত পিতা: মোক্তার হোসেন
মো: হেলাল ধৃত পিতা: আলতাফ হোসেন সবাই বারিয়াছড়ি ০৩ ওয়ার্ডে বাসিন্দা।

ঘটনাস্থলে ৪ জনসহ আরো একজন কে আসামী করে মহেশখালী থানায এজাহার জমা করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা মহেশখালীর শাপলাপুর পাহাড় থেকে মুখপোড়া হনুমানগুলো সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ভারত সীমান্ত পেরিয়ে ইউরোপ ও আমেরিকায় পাচার করার পরিকল্পনা করছিল।

উদ্ধার হওয়া হনুমানগুলো Trachypithecus pileatus বা মুখপোড়া হনুমান নামে পরিচিত, যা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) লাল তালিকায় ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত। এদের প্রধান আবাসস্থল হলো পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বনাঞ্চল।

বন বিভাগ জানায়, এই চক্রটি পূর্বেও বিভিন্ন বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত ছিল। হেলাল নামের একজন সদস্যকে এর আগেও হনুমান পাচারে সন্দেহ জনক সর্তক করা হয়েছিলো । চক্রটি স্থানীয়ভাবে প্রাণী সংগ্রহ করে তা বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাচারের চেষ্টা করে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

মহেশখালী সহকারী বন সংরক্ষণ সাজমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুখপোড়া হনুমানগুলো উদ্ধার করা হয় এবং পরে বনাঞ্চলে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানিয়েছে, পাচার চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলমান রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণী পাচার শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকি। স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই ধরনের অপরাধ প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!