নিজস্ব প্রতিবেদক:
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। পবিত্র ঈদুল আযহা পর সেই আনন্দকে আরও বেগবান করতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র কুষ্টিয়া জেলা শাখা ঈদ পূর্ণমিলনীর আয়োজন করে।
শুক্রবার (১৩ জুন) কুষ্টিয়া পৌরসভার হরিসংকরপুর এলাকায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের অরাজনৈতিক এই সংগঠনটি আত্ম মানবতার সেবায় কাজ করছে।
আয়োজকরা জানান, আটরশির পীর হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (রহ.) এর জীবন আর্দশ ধারণ করে দয়াল নবী রাসূলে পাক (সা:) এর সত্য ইসলাম সমাজ, গোত্র ও রাষ্ট্রে ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কুষ্টিয়া পৌরসভার কর্মী প্রধান মো. সুলতান আহমদ।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ-ছাত্র কুষ্টিয়া সদর থানা প্রধান মো. ওলিউর রহমানের সভাপতিত্বে কুশলাদি বিনিময় করেন, কুমারখালি থানা ছাত্র কর্মী প্রধান মো. রাফিউল ইসলাম, দৌলতপুর থানা কর্মী গ্রুপ-ছাত্রের ব্যবস্থাপনা প্রধান মো. শামীম আহমেদ, কুষ্টিয়া পৌরসভার ছাত্র কর্মী প্রধান মো. শিমুল শেখ, কুষ্টিয়া সদর থানা ছাত্র কর্মী গ্রুপের সহকারী প্রধান ইব্রাহিম খান ফাহাদ, মিরপুর থানা ছাত্র কর্মী গ্রুপের সহকারী প্রধান স্বপন আলী।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি এক খতম মিলাদ শরীফের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিলাদ শরীফ পড়ান ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল মমিন। এ সময় অসংখ্য আশেকান জাকেরান উপস্থিত ছিলেন।