মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিনিধিঃ






বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া পৌর শাখার ১০নং ওয়ার্ডে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে শহরের পূর্ব মিলপাড়ার আব্দুর রশিদ কমিউনিটি সেন্টারে দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করেন পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির আহবায়ক শওকত হাসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু। এতে সভাপতিত্ব করেন পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রবিউর রহমান ও সার্বিক পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, দলীয় প্রধান নির্বাচন কমিশনার ও জজ কোর্টের নারী, শিশু আদালতের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল মজিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. খাদেমুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই ও সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তালেব, জেলা কৃষকদলের সদস্য সচিব ও দলীয় নির্বাচন কমিশনার এ্যাড. নুরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, পৌর বিএনপির সদস্য আব্দুর রশিদ সহ দলীয় নেতাকর্মী। এসময় বক্তারা বলেন, আগামী দিনের নবাগত কমিটিতে ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মনোনয়ন আহব্বান করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল মজিদ জানান, যেহেতু দুটি পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ডেলিগেট ভোটারদের অংশ গ্রহনে জেলা বিএনপির কার্যালয়ে গনতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। ভোটের সময় দ্রুত সময়ের মধ্যে জানানো হবে বলে জানান তিনি।