নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি
কুষ্টিয়া পৌর শাখার ১৫নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় কমিটি গঠনে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। এতে ভোটের মাধ্যমে নবাগত সভাপতি নির্বাচিত হয়েছেন আল মামুনর ইমতিয়াজ তারিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মজনু।
রবিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রেলস্টেশনের সামনে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে পৌর ১৫নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও ভোট গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির আহবায়ক শওকত আহমেদ বুলবুল। উদ্বোধক ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. খাদেমুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আবু তালেব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন সহ দলীয় নেতাকর্মী। এছাড়াও পৌর বিএনপির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক জজ কোর্টের নারী, শিশু আদালতের বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুল মজিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব ও পৌর বিএনপির নির্বাচন কমিশনার এ্যাড. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন দলীয় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুল মজিদ। এতে নবাগত সভাপতি আল মামুনর ইমতিয়াজ তারিক ৪২ ভোট পেয়েছেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু ৪৪ ভোটে নির্বাচিত হয়েছেন। এদিকে উপস্থিত নেতাকর্মীরা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।