নিউজ ডেস্ক :
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ. কা. ম. সারোয়ার জাহান বাদশাকে মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলায় সারওয়ার জাহানের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তেও তার সংশ্লিষ্টতা মিলেছে। এছাড়া, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছিল এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।