মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া পাবলিক স্কুলে ফলাফল প্রকাশে সনদপত্র ও গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি।।





কুষ্টিয়া পাবলিক স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ, বৃত্তির সনদপত্র, পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়ায় পাবলিক স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একটু পাশে দাঁড়াই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহর যুবদলের আহবায়ক এ্যাড. মোস্তাফিজুর রহমান সুমন।
এতে সভাপতিত্ব করেন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক এস এম আরিফুল রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন, পাবলিক স্কুলের এম ডি শাহনাজ আমান। উপস্থিত ছিলেন, ডা. মোহনা আফরোজ, ডায়াবেটিস হসপিটাল,গাইনী বিভাগ এ্যাড. মীর মুনির। উর্মি খন্দকার কো-অর্ডিনেটর। এছাড়া উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক চুমকি খাতুন, চম্পা কলি, পুষ্প, সাদিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী সহ অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আমরা দেশ, জাতি ও সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। একটু পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষকে সহায়তা করে থাকি। তবে মেধাবী শিক্ষার্থী সহ যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদের পাশে আছি এবং থাকবো। একজন শিক্ষার্থীকে সু শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম, এর পাশাপাশি প্রতিটি শিক্ষককে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।