মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযোজনের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি প্রদান এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ জুন) বেলা বারোটার দিকে কুষ্টিয়া ডিসি কোট চত্বরে চাপড়া ইউনিয়নের প্রায় ৩০০ পরিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে অনেকে ব্যবসা-বাণিজ্য করে আসছেন বাধবাজার এলাকায়। এছাড়াও অনেক ভূমিহীন মানুষ রয়েছেন যারা জিকের জায়গার উপরে দীর্ঘ ৪০ ৪৫ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানের নোটিশ পেয়ে দিশেহারা তারা।
নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি রক্ষায় সরকারের প্রতি উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানান তারা। পরে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পানুই উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।