1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কচাকাটায় তদন্ত কর্মকর্তা কে ফাঁসাতে বাদীর মিথ্যা অভিযোগ - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কচাকাটায় তদন্ত কর্মকর্তা কে ফাঁসাতে বাদীর মিথ্যা অভিযোগ





মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:





কুড়িগ্রামের কচাকাটা থানার অভ্যন্তরে কোর্ট পিটিশন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশীদের বিরুদ্ধে বাদীকে লাথি ও জুতা পেটানোর অভিযোগের বিষয়টি আমলে নিয়ে সঠিক তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা পুলিশ।
তদন্তে অভিযুক্ত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগটির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজার রহমান।

জানা গেছে- বুধবার (২৫ জুন) কোর্ট পিটিশন মামলার বাদী হোসেন আলী মামলার তদন্ত কর্মকর্তা কচাকাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদের বিরুদ্ধে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাথি ও জুতাপেটা করে শার্টের কলার ধরে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ তোলে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ঘটনা তদন্তে বৃহস্পতিবার (২৬ জুন) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল সহকারী পু‌লিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে সিআইডি ইন্সপক্টর (অপরাধ) মাসুদ রানা এবং ডিএসবি ইনচার্জ আলমগীর হোসেনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করে জেলা পুলিশ। তদন্ত কমিটির সদস্যরা বৃহস্প‌তিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বাদীর অভিযোগের আলোকে থানার নিজস্ব সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাদী ও অভিযুক্ত এসআই মামুনুর রশীদের বক্তব্যও নেয়াসহ সকল পক্ষের সাথে কথা বলেন তদন্ত কর্মকর্তারা।

তদন্তে সাক্ষ্য প্রদান করেন বাদী হোসেন আলী ও তার বড় ভাই হাছেন আলীসহ তার বাবা তোফাজ্জল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে এসআই মামুনুর রশীদ বাদীর সাথে কথা-কাটাকাটির বিষয়টি অকপটে স্বীকার করলেও মারপিটের অভিযোগটি অস্বীকার করেন।

ও‌সি নাজমুল আলম বলেন- সাক্ষ‌্য প্রমাণে বাদীর অভিযোগের কোনও সত‌্যতা পাওয়া যায়‌নি। বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানার সংশ্লিষ্ট সি‌সি ক্যামেরার ফুটেজ যাচাই ও বিশ্লেষণ করেছেন তদন্ত ক‌মি‌টি। বাদী হোসেন আলী অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তার অভিযোগের সকল দিক যাচাই বাছাই করে সত‌্যতা পাওয়া যায়‌নি। মূলত তার করা পি‌টিশন মামলার প্রতিবেদন তাদের চা‌হিদা ও পছন্দমা‌ফিক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে বিব্রত করতেই এ ধরনের ভি‌ত্তিহীন অভিযোগ তুলেছেন তি‌নি।

এস‌পি মাহফুজুর রহমান বলেন- অভিযোগকারী হোসেন আলী যে অভিযোগ করেছেন তা নির্জলা মিথ‌্যা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত ক‌মি‌টি সাক্ষ‌্য প্রমাণে পাশাপা‌শি থানার ‌সি‌সি টি‌ভির ফু‌টেজ যাছাই বাছাই করেছে। ন‌্যূনতমও সত‌্যতা পাওয়া যায়‌নি। এ ধর‌ণের অভিযোগ পু‌লিশ বা‌হিনীর ভাবমূ‌র্তি প্রশ্ন‌বিদ্ধ করে। এজন‌্য সকল পক্ষকে আরও বে‌শি দা‌য়িত্বশীল আচরণ করার অনুরোধ থাকবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!