নিউজ ডেস্ক:
কুষ্টিয়ার একটি কলেজে এইচএসসি পরীক্ষা ঘিরে জারি করা নোটিশকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের নোটিশে দেখা যায়, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষেধ।
নোটিশের ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে তীব্র সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি করে।পরীক্ষাকেন্দ্রে এমন নোটিশ দেখে হতভম্ব এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা।
কলেজ অধ্যক্ষ জহুরুল হক জানান, এটি একটি ভুলবশত নোটিশ ছিল। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে এমন ভুল তথ্য সম্বলিত নোটিশটি ছাপানো হয়েছিল এবং সেটি কেন্দ্রে টাঙানো হয়েছিল। ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গেই নোটিশটি সরিয়ে ফেলা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, পরীক্ষার হলে কি কি নিয়ে আসা যাবে আর কি কি আনা যাবে না, সেটা প্রত্যেকটা পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তাই মানতে হবে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, গুরুত্বপূর্ণ পরীক্ষাকেন্দ্রে এমন ভুল নির্দেশনা আমরা আশা করিনা। পরীক্ষার জন্য অপরিহার্য প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, এই তিনটি জিনিস ছাড়া কীভাবে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এটা কর্তৃপক্ষের অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতা ছাড়া আর কিছুই না।
বৃহস্পতিবার সারাদেশে একসঙ্গে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যাবস্থাপনা ও ডিআইবএস পরীক্ষায় কুষ্টিয়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ২০ হাজার ৪৬৬ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪২৭ জন। কুষ্টিয়ায় মোট ৩৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ২৬৫ জন। গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ৭২০ জন। ২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।