নিউজ ডেস্ক:
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তদন্তে দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম কর্তৃক দাখিলকৃত এই অভিযোগ তদন্তে কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি। অভিযোগপত্রে কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য, তথ্য বা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি অভিযোগকারী। তদন্ত প্রতিবেদনে অভিযোগটিকে ‘বানোয়াট ও হয়রানিমূলক’ হিসেবে আখ্যায়িত করা হয়।
তদন্ত শেষে এক সম্মানিত ম্যাজিস্ট্রেট ২৬ মে ২০২৫ তারিখে মহাপরিচালক, ডিএফপি বরাবর দাখিলকৃত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এ ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং তা জনাব মোঃ খায়রুল আলম রফিকের সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা।
ডিএফপি সকলকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং নিশ্চিত তথ্য যাচাই করার আহ্বান জানায়।