মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা-আবর্জনা ফেলে  অভিনব আন্দোলন

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে অভিনব পন্থায় আন্দোলনে নেমেছে কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। রবিবার সকাল থেকে পৌরসভার প্রধান ফটকে ময়লা-আবর্জনা ফেলে কর্মীরা তাদের অসন্তোষের প্রকাশ ঘটায়। দাবি আদায়ের লক্ষ্যে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস প্রদান না করায় তারা চরম অর্থকষ্টে ভুগছেন। বারবার আবেদন করেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা জানিয়েছেন। ফলে বাধ্য হয়ে এ ধরণের প্রতিবাদে নামতে হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে।