মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়: আমির হামজা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি :





গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে৳ক৳ জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, এনসিপির আজকের কর্মসূচি তাদের গনতান্ত্রিক ও মৌলিক অধিকার, তাদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয়ের উল্লাস চত্বরে অনুষ্ঠিত এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আমির হামজা আরো বলেন, আজ গোপালগঞ্জের দৃশ্য গুলো দেখে আমরা জোরালো দাবি জানাচ্ছি, গণহত্যার বিচার আগে করতে হবে। গোপালগঞ্জ কি দেশের বাইরের কোনো রাষ্ট্র? এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, এনসিপি নেতৃবৃন্দের ওপরে যারা হামলা করেছে তদন্ত সাপেক্ষে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সমাবেশ শেষে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের এন এস রোডের বড় মসজিদের সামনে শেষ হয়। এসময় উক্ত কর্মসূচিতে শহর জামায়াতের আমির এনামুল হকসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।