নিজস্ব প্রতিনিধি।।
কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার গলির মৃত দাউদ হোসেনের পুত্র হাসানুর রহমান লাবলু (৫৯) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম হাসানুর রহমান দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর বড় ভাই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে হৃদযন্ত্রনা অনুভব হলে দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে চিকিৎসক লাবলুকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি একটি কণ্যা সন্তান ও স্ত্রী সহ আত্মীয় স্বজনদের রেখে গেছেন। সাদ্দাম বাজার এলাকার মৃত দাউদ হোসেনের ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে মরহুম লাবলু বড় সন্তান। এর আগে মৃত দাউদ হোসেনের তিন কণ্যার মধ্যে একটি কণ্যা পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছেন। এদিকে হাসানুর রহমান লাবলুর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এছাড়া কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক মহলের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এসময় লাবলুর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি ও ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির। কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতা, বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও সুধীজনেরা শোক প্রকাশ করেন।
তথ্য সূত্রে জানা গিয়েছে, ২৬ জুলাই শনিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার জামে মসজিদে মরহুম হাসানুর রহমান লাবলু’র জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।