মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মিরপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




আক্তারুল ইসলাম, মিরপুর।।





কুষ্টিয়ার মিরপুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

উক্ত অনুষ্ঠানে নারী ও সমাজ উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করে অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন সকলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই আমাদের প্রেরণার মাস। এ মাসের চেতনা ধারণ করে যদি আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে একটি সমৃদ্ধ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠন সম্ভব।”

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে প্রত্যেক নাগরিককে তার দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

অনুষ্ঠান শেষে সকলে একযোগে শপথ পাঠ করে সমাজে শান্তি, সমতা ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।