নিজস্ব প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালি উপজেলার নন্দলালপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টার দিকে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন বিএনপি সম্মেলনের আয়োজন করেন৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক। সার্বিক সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শওকত হাসান বুলবুল। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির সদস্য ও কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য ও কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, কুমারখালি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মাকছেদুল মোমিন, কুমারখালি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, কাজী মোমিনুল হক পলাশ, আলতাফ হোসেন, শাজাহান আলী মোল্লা, কুমারখালি উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. জাকারিয়া মিলন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রিংকু সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পরে দ্বি বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক দুই জনের নাম ঘোষণা করে নবাগত কমিটি ঘোষণা করা হয়। এসময় কুমারখালি উপজেলা বিএনপির দলীয় প্রধান নির্বাচন কমিশনার মকবুল হোসেন জানান, যেহেতু নন্দলালপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী রয়েছে, তাদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারি ভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে এ ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানত আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। ইউনিয়ন বিএনপির পুর্নাঙ্গ কমিটিতে ত্যাগীদের স্থান দিয়ে তাদেরকে মূল্যায়ন করার আহব্বান জানানো হয়। সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহন করার তাগিদ নেতা জেলার নেতৃবৃন্দ। পরে জেলার নেতৃবৃন্দ নবাগত সভাপতি দিয়ানত আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তলন করা হয়। এছাড়া শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির আমন্ত্রিত অতিথিবৃন্দ। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুমারখালি উপজেলা, পৌর বিএনপি, যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূল থেকেই দলকে সুসংগঠিত করতে হবে। যারাই নেতৃত্বে আসবেন তাদেরকে মনে রাখতে হবে, এলাকার ত্যাগীদের নিয়ে সামনের পথ পাড়ি দিতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে তারেক রহমানের বিকল্প নেই।