মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

সাংবাদিক নেতা আনিসুজ্জামান ডাবলুর বড় ভাই মরহুম হাসানুর রহমান লাভলু স্মরণে আজ দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে -




নিউজ ডেস্ক :






কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের বাসিন্দা মরহুম দাউদ হোসেনের বড় ছেলে এবং দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও চ্যানেল আই-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর বড় ভাই মরহুম হাসানুর রহমান লাভলু স্মরণে আজ মঙ্গলবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ২৯ জুলাই (মঙ্গলবার) বাদ আসর পুরুষদের জন্য পূর্ব মজমপুর জামে মসজিদ এবং মহিলাদের জন্য মরহুমের পূর্ব মজমপুরস্থ নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। হাসানুর রহমান লাভলুর বিদেহী আত্মার শান্তি কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে তাঁর সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্খিদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে সেজ ভাই সাংবাদিক নেতা আনিসুজ্জামান ডাবলু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, কুষ্টিয়ার একটি কোম্পানীতে কর্মরত হাসানুর রহমান লাভলু গত ২৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় বাড়িতে অবস্থানকালে শ্বাসকষ্টবোধ করলে সাড়ে ৮টার দিকে নেয়া হয় পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে। ইসিজি করার পরপরই রাত ৯টার সময় সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এককন্যা হাবিবা রহমান লিয়া (ইতালী প্রবাসি) সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। পরদিন ২৬ জুলাই (শনিবার) সকাল ১১টায় পূর্ব মজমপুর জামে মসজিদে মরহুমের নামাজের যানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।